সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী 

সুখী-সম্বৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী। 

মঙ্গলবার (২৫ জুন) খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার জেলা প্রশাসনের আওতাধীন ২০২৩-২০২৪ অর্থ বছরের কর্মকর্তা/কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট/সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন এছাড়াও তাকে সম্মানী হিসেবে প্রদান করা হয়েছে এক মাসের বেতনের সমপরিমান অর্থ।

পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সর্বজনীন পেনশন স্কিমে জেলার সর্বোচ্চ রেজিস্ট্রেশন,  সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা করাসহ শুদ্ধাচার চর্চাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের অফিসার ক্যাটাগরিতে মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী এ পুরস্কার লাভ করেন তিনি।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব নাজমুল আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ জেলার সকল ইউএনওরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা ইউএনও বলেন, আমার কর্মজীবনে যেসব সূচক বিবেচনায় প্রশাসন আমাকে এ পুরস্কার দিয়েছেন, ভবিষ্যতে এর প্রতিটি বিষয়ে শুদ্ধাচার চর্চায় আরো বেশী করে মনোনিবেশ করব।

টিএইচ